Nitesh Pandey প্রয়াত, শোকের ছায়া

2023-05-24 2

ফের মৃত্যু অভিনেতার। এবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জনপ্রিয় অভিনেতা নীতেশ পান্ডের। নাসিকের ইগতপুরীতে শ্যুটিং করছিলেন নীতেশ। সেখানে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হলে, শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় অভিনেতার।