TMKOC-র প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ অভিনেত্রীর

2023-05-12 7

মিসেস রোশন সোডির চরিত্রে অভিনয় করেছেন গত ১৫ বছর ধরে। ১৫ বছর পর এবার তারক মেহেতা কা উলটা চশমার মিসেস রোশন সোডির চরিত্র থেকে বিদায় নিলেন অভিনেত্রী জেনিফার মিস্ত্রি। তারক মেহেতা কা উলটা চশমার প্রযোজক অসিত কুমার মোদীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সরব জেনিফার এবার শো ছড়ালেন বলে খবর।