DA- এর দাবিতে মহামিছিল সরগরম রাজ্য রাজনীতি
2023-05-07
0
বকেয়া মহার্ঘভাতা ও স্বচ্ছ নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর পাড়ায় বৃহত্তর মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের। সক শিবিরের হাজার বাধাকে উপেক্ষা করে আদালতের অনুমতি নিয়ে সুষ্ঠভাবে সম্পন্ন হল আন্দোলনকারীদের মিছিল কর্মসূচি। সরগরম রাজ্য রাজনীতি।