তিহারের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

2023-05-03 0

মঙ্গল সাতসকালে রক্তাক্ত হল তিহার জেল। দুই দলের গ্যাংস্টারদের সংঘর্ষে মৃত গ্যাংস্টার টিল্লু তাজপুরিয়া। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় প্রশ্নের মুখে তিহার জেলের নিরাপত্তা।

Videos similaires