ইডি জেরায় বিস্ফোরক ইমন

2023-05-03 8

গত সপ্তাহেই সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন অয়ন শীলের পুত্র অভিষেকের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়। ইডির মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি ইমনের। বিভিন্ন সময়ে নাকি অয়ন শীল তাঁকে একাধিক নথিতে সই করিয়েছিলেন এবং তাঁর নামে কোটি টাকার ফ্ল্যাট কিনেছিলেন অয়ন।

Videos similaires