'২২ মাসে ২৩টা সিবিআই' বিজেপিকে নিশানা অভিষেকের

2023-04-30 1

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মামলার এজলাস বদল প্রসঙ্গে উত্তাল রাজ্য রাজনীতি। পাশাপাশি নতুন মাত্রা যোগ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য, যেখানে ভোটে লড়াই না করতে পেরে বিজেপি বিচার ব্যবস্থার দুয়েকজনকে কাজে লাগিয়ে ২২ মাসে ২৩টা সিবিআই দিয়েছে। পাল্টা এই বিষয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা।

Videos similaires