অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানোর নির্দেশের পর সরগরম রাজ্য রাজনীতি। শাসক দল বলছে বিচারব্যবস্থার উপর আস্থা রাখা উচিৎ এবং এই ঘটনা নিয়ে মাতামাতি করার কিছু নেই। এদিকে বিরোধীদের দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতির মামলায় গতি এনেছিলেন তা বাংলায় দৃষ্টান্ত হয়ে থাকবে।