রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝি/কবিতা আবৃত্তি/chotoder kobita/ kobita abritti adrita/majhi/Rabindranath

2023-04-23 65

কবিতা - মাঝি
কবি - রবীন্দ্রনাথ ঠাকুর
আবৃত্তি - অদ্রিতা
Poetry:- Majhi
Poet:- Rabindranath Tagore | Rabindranath Thakur
Recitation:- Adrita
Majhi kobita
রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝি কবিতা
#রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝি কবিতা
#মাঝি
# রবীন্দ্রনাথ ঠাকুর
# Rabindranath Tagore kobita
# kobita abritti adrita
#kobita_abritti
#kobita
#rabindranath_tagore
#youtube_video
মাঝি কবিতা
মাঝি কবিতা আবৃত্তি
মাঝি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর





O০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
মাঝি
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার যেতে ইচ্ছে করে
নদীটির ওই পারে-
যেথায় ধারে ধারে
বাঁশের খোঁটায় ডিঙি নৌকো
বাঁধা সারে সারে।
কৃষাণেরা পার হয়ে যায়
লাঙল কাঁধে ফেলে;
জাল টেনে নেয় জেলে,
গোরু মহিষ সাঁতরে নিয়ে
যায় রাখালের ছেলে।
সন্ধে হলে যেখান থেকে
সবাই ফেরে ঘরে
শুধু রাতদুপরে
শেয়ালগুলো ডেকে ওঠে
ঝাউডাঙাটার 'পরে।
মা, যদি হও রাজি,
বড়ো হলে আমি হব
খেয়াঘাটের মাঝি।
শুনেছি ওর ভিতর দিকে
আছে জলার মতো।
বর্ষা হলে গত
ঝাঁকে ঝাঁকে আসে সেথায়
চখাচখী যত।
তারি ধারে ঘন হয়ে
জন্মেছে সব শর
মানিক-জোড়ের ঘর,
কাদাখোঁচা পায়ের চিহ্ন
আঁকে পাঁকের 'পর।
সন্ধ্যা হলে কত দিন মা,
দাঁড়িয়ে ছাদের কোণে
দেখেছি একমনে
চাঁদের আলো লুটিয়ে পড়ে
--
সাদা কাশের বনে।
মা, যদি হও রাজি,
বড়ো হলে আমি হব
খেয়াঘাটের মাঝি।
এ-পার ও-পার দুই পারেতেই
যাব নৌকো বেয়ে।
যত ছেলেমেয়ে
স্নানের ঘাটে থেকে আমায়
দেখবে চেয়ে চেয়ে।
সূর্য যখন উঠবে মাথায়
অনেক বেলা হলে -
--
আসব তখন চলে
"বড়ো খিদে পেয়েছে গো -
খেতে দাও মা' বলে।
আবার আমি আসব ফিরে
আঁধার হলে সাঁঝে
তোমার ঘরের মাঝে।
বাবার মতো যাব না মা,
বিদেশে কোন্ কাজে।
মা, যদি হও রাজি,
বড়ো হলে আমি হব
খেয়াঘাটের মাঝি।
#Rabindranath_Tagore #bengali_poem #bangla_kobita

Free Traffic Exchange

Videos similaires