বঙ্গ সফরে অমিত শাহ

2023-04-13 2

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগেই এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। সব মিলিয়ে হাইভোল্টেজ রাজনৈতিক ময়দান। ই আবহে ১৪ এপ্রিল বঙ্গ সফরে অমিত শাহ। এবারের শাহি সফরে নজর দেওয়া হয়েছে বীরভূমকে। ১৪ তারিখ বীরভূমের বেণীমাধব স্কুল মাঠে জনসভা করবেন তিনি।

Videos similaires