দিল্লির পাশাপাশি শহীদ মিনারেও চলছে ডিএ আন্দোলনকারীদের ধরনা। ৭৪ দিন ধরে শহীদ মিনারে অবস্থান আন্দোলন করে চলেছেন তারা। অবস্থান চালিয়ে যাওয়াপ পাশাপাশি তারা দিল্লির সহযোদ্ধাদের আন্দোলন দেখতে চোখ রেখেছেন সিএন-এর পর্দায়।