‘ডিএ আন্দোল নিয়ে বিরোধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে তৃণমূল’

2023-04-09 1,510

শহিদ মিনারে অবস্থানের ৭৩ দিন। মহার্ঘ্য ভাতার দাবিতে দিল্লিতেও আন্দোলন। কেন দিল্লিতে যেতে হল? রাজ্য সরকারি কর্মীদের ডিএ আন্দোলনের নেপথ্যেও কি রাজনীতি? শাসক দলের অভিযোগ, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলন নিয়ে রাজনীতি করছে বিরোধী শিবির। যদিও সব অভিযোগ নস্যাৎ করে আন্দোলনকারীদের বক্তব্য, তাঁরা অধিকারের দাবিতে লড়ছেন, এখানে কোনও রাজনীতি নেই। পাল্টা তাঁদের প্রশ্ন, “কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেখানে ৪২ শতাংশ ডিএ পায়, সেখানে কেন রাজ্যের সরকারি কর্মচারীরা ৬ শতাংশেই আটকে। বিরোধী দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে তৃণমূলই।”

Videos similaires