এক ভারত শ্রেষ্ঠ ভারতের অনুষ্ঠানে যোগ দিতে ত্রিপুরা থেকে কলকাতায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা,ত্রিপুরার বিজেপি বিধায়ক কিশোর বর্মন-সহ একাধিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তুলে ধরলেন এক ভারত, শ্রেষ্ঠ ভারতের তত্ত্ব। অন্যদিকে শিক্ষা, আইনশৃঙ্খলার মত একাধিক বিষয়ে নিজের রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনামূলক আলোচনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।