২৬ শে জানুয়ারি ২০২৩ ইংরেজি তারিখ বৃহস্পতিবার। দিনহাটা মহকুমা প্রশাসনের প্রশাসনিক উদ্যোগে আয়োজিত, দিনহাটা শহরের প্রাণকেন্দ্র দিনহাটা সংহতি ময়দান (হলের মাঠ) প্রাঙ্গণে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে, আমাদের "অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডু ফেডারেশনে" -র সাধারণ সম্পাদক, তথা জাতীয় মানের খ্যাতনামা ক্যারাটে প্রশিক্ষক শ্রীমান বিক্রমাদিত্য বর্মনের পরিচালনায়, সংগঠনে ক্যারাটে প্রশিক্ষণরত ২০ জন ছাত্রীকে নিয়ে একটি বিশেষ ক্যারাটে প্রদর্শনী পরিবেশন করা হয়। আমাদের এবারের ক্যারাটে প্রদর্শনীর থিম ছিল নারী শক্তি বিকাশে ক্যারাটের ভূমিকা। চিরাচরিত ঐতিহ্যগতভাবে বিগত ধারাবাহিকতাকে বজায় রেখে, আমরাই একমাত্র ক্যারাটে টিম হিসেবে আমাদের দিনহাটা মহকুমা প্রশাসনের প্রশাসনিক উদ্যোগে আয়োজিত, ২৬ শে জানুয়ারি পালিত প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে আসছি।