সাধারণের মাঝে রাজ্যপাল, দিলেন সম্প্রীতির বার্তা

2023-04-07 3

রামনবমীর মিছিলে উত্তেজনার পর নজিরবিহীন নিরাপত্তা হনুমান জয়ন্তীতে। তার মধ্য়েই সাধারণের মাঝে রাজ্যপাল, হনুমান মন্দিরে দিলেন পুজো, হাত মেলালেন সাধারণের সঙ্গে। রাস্তায় নেমে কথা বললেন কেন্দ্রীয় বাহিনী, পুলিসের সঙ্গে। বিভিন্ন জায়গা থেকে দিলেন শান্তি সম্প্রীতির বার্তাও। এই উদ্যোগ প্রশংসনী, বলছেন বিরোধীরা।

Videos similaires