ধান কেনায় দুর্নীতির অভিযোগ, শুভেন্দুর কাঠগড়ায় জ্যোতিপ্রিয়

2023-03-28 1,946

‘কৃষি বাচাও, কৃষক বাচাও’, এই স্লোগানকে সামনে রেখেই রাজ্যে কৃষক আত্মহত্যার প্রতিবাদে মিছিল বিজেপি কিষাণ মোর্চার। সেই মিছিল থেকেই ‘রাজ্য সরকারের দুর্নীতি’ প্রসঙ্গে আরও একবার তোপ দাগলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তাঁর নিশানায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বক্তব্য, ২০১৯ সালের পর থেকে রাজ্যের কোনও কৃষক কেন্দ্রের ক্ষতিপূরণ পাননি। শুভেন্দু অধিকারীর অভিযোগ আমফান, যশের মতো ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ মমতা বন্দ্যোপাধ্যায় দেননি। এরপর সরাসরি মমতা মন্ত্রিসভার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম করেই শুভেন্দু অধিকারী বলেন, “বীরভূম জেলায় দু’শো, চারশো ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। রাইস মিল মালিকদের সঙ্গে নিয়ে রাজ্যের তদানীন্তন খাদ্যমন্ত্রী এবং রাজ্য সরকার যে কত বড় দুর্নীতি করেছে, তার প্রমাণ বিরোধী দলনেতা করে দেবে।” বৃহস্পতিবারের মিছিল থেকে কৃষক আত্মহ্ত্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। রাজ্যের আলু চাষিদের দুর্দশা তুলে ধরে রাজ্য সরকারকে নিশানা কলকাতা পুরসভার পুরপ্রতিনিধি সজল ঘোষেরও।

Free Traffic Exchange

Videos similaires