দুর্নীতি জেনেও চুপ সিআইডি?

2023-03-28 6

৪ বছরের পুরনো মামলায় এর আগেও গ্রেফতার করা হয়েছিল নীলাদ্রি দাসকে। কিন্তু ধরা পড়ার মাসখানেকের মধ্যেই জামিন পেয়ে যান তিনি। পরে সিআইডিও হাইকোর্টে জানিয়ে দেয়, ওই মামলার সঙ্গে যোগ নেই নীলাদ্রি দাসের। তাহলে কেন গ্রেফতার করেছিল সিআইডি, জানতে আধিকারিকদের তলব সিবিআইয়ের।

Videos similaires