সিরাজের কামান, ক্লাইভের বাড়ি থেকে আফগান যুদ্ধের সৌধ— দমদম আসলে ‘ইতিহাসের খনি’

2023-03-23 4

সভ্যতার বিবর্তনে আধুনিকতা এসেছে। তৈরি হয়েছে ‘কংক্রিটের জঙ্গল’। নবীন এসে মরচে ধরিয়েছে পুরাতনে। সিরাজদৌল্লার ব্যবহৃত সব থেকে বড় কামান এখন খোলা আকাশের নীচে, একা। নবাবের সেই কামান এখন শুধুই লোহার তাল। স্থানীয় ইতিহাসবিদ গৌরকুমার মৌলিক এই কামানের দীর্ঘায়ু কামনা করেও ব্যর্থ হয়েছেন। দক্ষিণ দমদম পুরসভা সিরাজদৌল্লার কামান উদ্ধার করলেও তা সংরক্ষণে এক প্রকার অসমর্থ। কেন এই সংরক্ষণ প্রয়োজন? কী বলছেন গৌরকুমার মৌলিক? দেখুন আনন্দবাজার অনলাইনের বিশেষ প্রতিবেদন— ইতিহাসবিদের সঙ্গে ইতিহাসের খনিতে।