বক্সার জঙ্গলে নতুন অতিথি, এ বার কি শুরু হবে বাঘ ছাড়ার প্রক্রিয়া?
2023-03-20
7
আবার চিতল হরিণ ছাড়া হল বক্সার জঙ্গলে। সোমবার শতাধিক চিতল হরিণ ছাড়া হয়েছে ওই জঙ্গলে। এমনটাই জানা গিয়েছে বন দফতর সূত্রে। এ বার কি তা হলে বাঘ ছাড়ার প্রক্রিয়া শুরু হবে বক্সায়? এই ঘটনার প্রেক্ষিতেই উঠছে প্রশ্ন।