দক্ষিণে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি, উত্তরে শিলাবৃষ্টির পূর্বাভাস

2023-03-19 1,261

দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে চলবে দমকা হাওয়া। বাংলাদেশ সীমানা সংলগ্ন মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং উপকূলীয় জেলাগুলোতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টা কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় ‘দুর্যোগ’ চলবে। আকাশ মেঘলা থাকার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলোর তাপমাত্রা সামান্য কমবে। সোম এবং মঙ্গলবার পাহাড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হতে পারে শিলাবৃষ্টিও। বুধবার থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতির উন্নতি হবে এবং সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই আবহাওয়া শুষ্কই থাকবে, পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা সৌরীষ বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে সপ্তাহ জুড়েই বৃষ্টির পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।

Free Traffic Exchange