সিবিআই তলবে নিজামে হাজিরা। জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের সম্মুখীন হতেই মেজাজ হারালেন কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্র। এ দিন সুজয় ভদ্রকে সিবিআই সমন নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “স্ত্রীর হাত পুড়ে যাওয়ায় সিবিআই সমন গ্রহণ করতে পারেননি, তখন সিবিআই কাগজে লিখে দিয়ে এসেছে।” এরপর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত দুই তৃণমূল যুবনেতা (বহিষ্কৃত) কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘রাজনৈতিক পরিচয়ের’ কথা স্বীকার করেন তিনি। তবে টাকা নেওয়ার প্রশ্নে নিজের মেজাজ হারিয়ে তিনি বলেন, “সব কেলেঙ্কারিতে আমি যুক্ত, তদন্ত করে নিন।”