অপু মোটা বলে মঞ্চে ফেলে দিইনি, দু'জনেই পড়েছি, ছি! কী ব্যখ্যা: নিরব

2023-03-15 17

বাংলাদেশের মুন্সিগঞ্জে অপু বিশ্বাস ও অভিনেতা নিরব হোসেন একটি একটি অনুষ্ঠানে যান। সেখানেই অপুকে কোলে তুলতেই বেসামাল হয়ে পড়েন নায়ক। অপু বিশ্বাস ও নিরব দু’জনেই পড়ে যান। নিমেষে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। বলা হয়, “অপুকে কোলে নিতে না পেরে নিরব তাঁকে ফেলে দেন।” এই ভুল ব্যখ্যার বিরুদ্ধে মুখ খুললেন নিরব।