আবার সিজিওতে বনি, নথি নিয়ে হাজিরা অভিনেতার
2023-03-15
0
নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্য়েই গ্রেফতার কুন্তল ঘোযের সঙ্গে যাবতীয় লেনদেনের তথ্য নিয়ে মঙ্গলবার ইডি আবার ডেকে পাঠায় অভিনেতা বনি সেনগুপ্তকে। সেই মত ১২ টায় সিজিও তে সমস্ত নথি নিয়ে পৌঁছে যান অভিনেতা। ইডিকে সব তথ্য জমা দিয়েছেন বলে জানান বনি।