মোবাইল থাকলেই বিপদ! নজরদার যন্ত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে সংসদ সভাপতি

2023-03-14 747

কোভিড পরবর্তী সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আগেই একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ। প্রশ্নপত্র ফাঁস এবং টুকলি রোখার জন্য নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপও। সংসদের নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনও পরীক্ষার্থীই কোনও ভাবেই পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। মোবাইল ধরার জন্য বিশেষ প্রযুক্তির সাহায্য নেওয়া হবে বলেও জানান পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সেই মতো মঙ্গলবার রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেক্টর (আরএফডি) নিয়ে পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখলেন তিনি। তাঁর সঙ্গে সরেজমিনে ছিলেন সংসদ সচিব তাপস মুখোপাধ্যায়ও। কী ভাবে কাজ করবে আরএফডি, আনন্দবাজার অনলাইনকে হাতে কলমে দেখিয়ে দিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সংসদ সচিব তাপস মুখোপাধ্যায়ের পরামর্শ, “পরীক্ষার্থীরা যেন কোনও পরীক্ষাতেই বৈদ্যুতিন ডিভাইস নিয়ে না আসেন। কোনও কারণে যদি কেউ ধরা পড়েন তাহলে তাঁর রেজিস্ট্রেশন বাতিল করা হবে।”

Free Traffic Exchange

Videos similaires