ছ’বছর পর আবার চালু হচ্ছে তেলেনিপাড়া জেটি

2023-03-06 10

বছর ছয়েক আগে ভয়াবহ দুর্ঘটনা ঘটে হুগলির তেলেনিপাড়া জেটি ঘাটে। গঙ্গার হড়পা বানে ভেসে যায় গোটা জেটিই। তাতে ১৯ জনের মৃত্যু হয়। তার জেরে বন্ধ হয়ে যায় ওই জেটি।