দোলে এ বার চাহিদা তুঙ্গে ভেষজ আবিরের

2023-03-05 2

আকাশে বহিছে প্রেম/নয়নে লাগিলো নেশা/বসন্ত এসে গেছে... শুধু গানের কলিতে নয়, আক্ষরিক অর্থেই বঙ্গজীবনে বসন্ত এসেছে দ্বারে। এবার স্রেফ উৎসবের অপেক্ষা। এ বার বসন্তের ছোঁয়া লাগবে কোন রঙে? উৎসবের আগে বাজারে বাজারে আনন্দবাজার অনলাইন। লাল, নীল না হলুদ, সবুজ— কোন রঙের চাহিদা এ বার সব থেকে বেশি। দেখুন বিশেষ প্রতিবেদন।