পাচার করা হচ্ছে মালদহের ফুলহার নদীর পাড়ের মাটি। এই অভিযোগ উঠেছে মালদহের মানিকচকের নাজিরপুর এলাকায়। এই নিয়ে মালদহের জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বিজেপি নেতা। তাঁর বক্তব্য, এ ভাবে মাটি কাটা হলে বর্ষাকালে ভয়াবহ ভাঙ্গন দেখা দেবে ফুলহার নদীতে। এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে গেরুয়াশিবির। বেআইনি কাজ হলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। লিখিত অভিযোগ পেয়ে বিডিও এবং ভূমি সংস্কার দফতরকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া। কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।