বর্তমানে একের পর এক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি৷ কখনও স্ত্রী আলিয়া সিদ্দিকি তাঁর বিরুদ্ধে তোপ দাগছেন, আবার কখনও নওয়াজের ভাই শামাস দাদার বিরুদ্ধে একের পর আক্রমণ করছেন৷ এবার অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে দেওয়া হল না নওয়াজউদ্দিন সিদ্দিকিকে৷