দু’বছর পর দিল্লিতে আবার আয়োজিত হল বিশ্ব বইমেলা

2023-03-03 1

দিল্লির প্রগতি ময়দানে চলছে ৩১তম বিশ্ব বইমেলা। দু’বছর পরে আয়োজিত এই মেলায় অংশগ্রহণ করছে ৩০টি আন্তর্জাতিক প্রকাশনা। বিশ্ব বইমেলার এই বছরের থিম ‘আজাদি কা অমৃত মহোৎসব’। অতিথি দেশ ফ্রান্স। ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হয়েছে, চলবে ৫ মার্চ পর্যন্ত।