কর্নাটকে ক্লাস নেবে ‘শিক্ষা’, পড়ুয়াদের জন্য প্রস্তুত মানুষের মতো দেখতে রোবট

2023-03-02 1,446

কর্নাটকে তৈরি হল ‘শিক্ষা’ নামের রোবট। মানুষের মতো দেখতে রোবটটি পড়াতে পারবে চতুর্থ শ্রেণি পর্যন্ত। এটি তৈরি করেছেন অক্ষয় মাশেলকর। অক্ষয় পদার্থবিদ্যায় স্নাতকোত্তর। অতিমারির সময় থেকে তিনি বুঝেছিলেন এর প্রয়োজনীয়তা। তাই, তৈরি করেন ‘শিক্ষা’কে। তবে, অক্ষয়ের মতে, রোবটটি শিক্ষকের বিকল্প নয়, কিন্তু পড়ুয়াদের বন্ধু হতে পারে। রোবটটি পড়াতে পারে। প্রতিক্রিয়াও জানায় পড়ুয়াদের উত্তরে। ‘শিক্ষা’ এখন কাজে যোগ দেওয়ার অপেক্ষায়।

Free Traffic Exchange

Videos similaires