২১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলায় কর্মসূচির ডাক দিয়েছিল আইএসএফ। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের কর্মীরা। ভাঙচুর হয় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়িও। সে দিনের ঘটনায় ধর্মতলা চত্বর বন্ধ করে তাণ্ডব চালানোর অভিযোগে নওশাদ সিদ্দিকি-সহ ৬৩জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ৪০ দিন জেলে থাকার পর বৃহস্পতিবার অভিযুক্ত প্রত্যেকের জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট।