পালংশাক, বিট দিয়ে তৈরি হচ্ছে ভেষজ আবির

2023-02-27 3

আগামী ৮ মার্চ দোল। রঙের উৎসবের আগে আবির তৈরি করছেন আগরা জেলের আবাসিকরা। জেলেই পালংশাক এবং বিটের চাষ করছেন বন্দিরা, সেই সব্জি দিয়েই তৈরি হচ্ছে ভেষজ আবির। পালংশাক দিয়ে তৈরি করা হচ্ছে সবুজ রঙের আবির। লাল রঙের আবির তৈরি করা হচ্ছে বিট ব্যবহার করে। দোলের আগে ২০০ কেজি আবির তৈরি করবেন আগরা জেলের আবাসিকরা।