দুই গন্ডারের লড়াইয়ের মাঝে পর্যটকেরা! গাড়ি উল্টে জলদাপাড়ায় আহত অন্তত ৭

2023-02-25 2

বনকর্মীরা জানিয়েছেন, জলদাপাড়ার ইতিহাসে গন্ডারদের এই রকম বেপরোয়া আক্রমণের কোনও নজির নেই। হঠাৎ এমন ঘটনায় অবাক তাঁরাও। দুর্ঘটনায় গুরুতর জখম হন জিপসির চালক-সহ মোট ৭ জন।