ফেসবুক, ইনস্টাগ্রাম ‘ভেরিফায়েড’ হলে দিতে হবে ‘সার্ভিস চার্জ’

2023-02-23 2

টুইটারের দেখানো পথেই এ বার হাঁটতে চলেছে মেটা। এখন থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো সমাজমাধ্যমে ‘ভেরিফায়েড অ্যাকাউন্টে’র জন্য দিতে হবে ‘সার্ভিস চার্জ’। আপাতত মাসে ১১.৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় যা এক হাজার টাকার কাছাকাছি।