কর্কট রোগে আক্রান্ত শিল্পীকে আর্থিক সাহায্য, মানবিক উদ্যোগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের

2023-02-18 7

কর্কট রোগে আক্রান্ত মহীনের ঘোড়াগুলির ‘বাপি দা’। আপাতত সরকারি হাসপাতালেই চিকিৎসাধীন বাংলা ব্যান্ড মহীনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতা সদস্য তাপস বাপি দাস। এবার তাঁর চিকিৎসার জন্য মানবিক উদ্যোগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের। ‘বাপি দা’র জন্যই আয়োজিত হল গানের কনসার্ট। নাম রাখা হল ‘মহীন অন্তহীন’। গান গাইলেন অনিন্দ্য, উপল, পরমা, রূপঙ্কর, দেবদীপের মতো আরও অনেকে।