‘কমরেড আক্রান্ত', পথে প্রতিবাদে এসএফআই। অভিযোগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে পথসভা করতে গিয়ে আক্রান্ত হন কলকাতা জেলা এসএফআইয়ের সম্পাদক আতিফ। পরে এসএসকেএম হাসপাতালেও এসএফআই নেতার উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ভারতের ছাত্র ফেডারেশনের। শনিবার সতীর্থের উপর হামলার প্রতিবাদে কলেজ স্ট্রিট অবরোধ করেন বাম ছাত্ররা। তাঁদের এই অবরোধ কর্মসূচিতে যোগ দেয় বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। এসএফআইয়ের কলকাতা জেলার নেতা দেবাঞ্জন দে-র হুঁশিয়ারি, “আগামী ২০ ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান করবে এসএফআই। ভবিষ্যতে তৃণমূল যে ভাষায় কথা বলে, সে ভাষাতেই উত্তর দেওয়া হবে এবং রাজ্যের মানুষ তা দেখবেন।”