ভোটের আগে মুখ্যমন্ত্রীর বার্তা
2023-02-13
1
তেইশে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী মানিক সাহা। নির্বাচনের বাকি আর কিছু সময়ই। রাজ্যের দায়িত্ব কাঁধে, রয়েছে প্রচারের ব্যস্ততাও। এতকিছুর মধ্যেও সময় দিলেন সিএনকে। শান্তি সম্প্রীতি বজায় রেখে মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানালেন তিনি।