Turkey Earthquake: ভারতীয় সেনাকে জড়িয়ে ধরলেন তুরস্কের মহিলা
2023-02-10 3
ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কে অপারেশন \'দোস্ত\' শুরু করেছে ভারত। ভারত থেকে খাবার, ওষুধের পাশাপাশি সেনা বাহিনীর একের পর এক দলকে পাঠানো হচ্ছে তুরস্কে। বিপর্যয় মোকাবিলাকারী দলের পাশাপাশি ভারতীয় সেনা দিনরাত এক করে তুরস্কে উদ্ধার কাজ চালাচ্ছে।