বাংলা ছবিতে ফিরছেন ভিক্টর

2023-02-10 10

কর্মহীন এক বৃদ্ধ ভায়োলিন বাদকের ভূমিকায় অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। প্রযোজক কৃষ্ণেন্দু ভুঁইয়ার চেষ্টায় বাংলা ছবিতে বহুদিন পরে ফিরছেন ভিক্টর। সঙ্গে, অভিনয়ে মনোজ মিত্র, কল্যাণী মণ্ডল, দেবাশিস দাশগুপ্ত—সহ আরও অনেকে। গল্প, সংলাপ ও পরিচালনায় সুব্রত লাহিড়ী।