প্রকাশিত হল আরও ৬টি বই, মমতার মোট প্রকাশনার সংখ্যা ১৩৪

2023-02-08 5

৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬টি বই। ‘স্যালুট’, ‘দুয়ারে সরকার’-এর মতো বই ছাড়াও এ বছরই প্রথম প্রকাশিত হল মমতা বন্দ্যোপাধ্যায় রচিত ইংরেজি কবিতারও সংকলন। বাংলা বইয়ের নামানুসারেই যার নামকরণ করা হয়েছে ‘কবিতাবিতান’।