শতবর্ষে ‘আবোল তাবোল’, নতুন প্রজন্মের কাছে কি এখনও প্রাসঙ্গিক সুকুমার?

2023-02-06 137

‘আবোল তাবোল’-এ সেজে উঠল ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার ‘চিলড্রেনস প্যাভিলিয়ন’। বাচ্চাদের বইয়ের স্টলের গায়ে ‘আবোল তাবোল’-এর ছবি আর ছড়ার লাইন। সুকুমার রায়ের জনপ্রিয় সৃষ্টির একশো বছর উদ্‌যাপন উপলক্ষে এই প্রয়াস মেলার উদ্যোক্তাদের। দেড়শোর বেশি বাচ্চাকে ‘আবোল তাবোল’ বইটি দেওয়া হয় উদ্যোক্তাদের তরফে।
রবিবারের বইমেলার ভিড়ে যে কচিকাঁচাদের দেখা গেল, তাদের অনেকের সঙ্গেই ‘আবোল তাবোল’-এর পরিচয় অক্ষর পরিচয়ের সময়। কেউ আবার গড়গড় করে আওড়াতে পারে কালজয়ী ছড়াগুলি। আবার সিলেবাসে নেই বলে কেউ কেউ এক লাইনও জানে না। একশো বছরে পা দিয়ে ‘আবোল তাবোল’ কি এখনও প্রাসঙ্গিক? এখনও কি ‘বেয়াড়া সৃষ্টিছাড়া নিয়মহারা হিসাব্‌হীন’ সুরে মেতে ওঠে আজকের খুদে মন?

Free Traffic Exchange