বিবাহবার্ষিকীতে মা-বাবা-দিদিমার ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আনলেন রাইমা সেন

2023-02-05 52

মুনমুন সেন ও ভরত দেববর্মার ৪৫তম বিবাহবার্ষিকী উপলক্ষে সমাজমাধ্যমে ছবি ভাগ করে নিলেন মুনমুনতনয়া, টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। ত্রিপুরার রাজপরিবারের সন্তান ভরত দেববর্মাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন সুচিত্রা সেনের মেয়ে মুনমুন। টলিউডের প্রথম সারির অভিনেত্রী সুচিত্রা সেনকে নিয়ে কৌতূহল ছিল বরারব। সেই সূত্রেই বারেবারে চর্চায় এসেছেন সুচিত্রা সেনের সঙ্গে সঙ্গে তাঁর মেয়ে, এমনকি নাতনিও। এক সাক্ষাৎকারে মা সম্পর্কে বলতে গিয়ে মুনমুন জানান, তাঁর মা খুব মুডি ছিলেন, সেই মেজাজার ধারা পেয়েছেন তিনি ও তাঁর দুই মেয়ে দুই মেয়ে, অভিনেত্রী রাইমা সেন ও রিয়া সেন। “মা একা থাকতে ভালবাসতেন, তার মানে এই নয় যে তিনি মানুযের সঙ্গে দেখা করতেন না”, সুচিত্রা সেন প্রসঙ্গে বলেন মুনমুন। মুনমুন-ভরতের ৪৫তম বিবাহবার্ষিকীতে মা-বাবা-দিদিমার ঘনিষ্ঠ ছবি দিলেন রাইমা।

Videos similaires