একেবারে গোপণে বাগদান সেরে ফেললন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে? অভিনেত্রীর ছবি দেখে এমনই মনে করছেন তাঁর অনুরাগীরা। মনের মানুষ অনির্বাণ রায়ের সঙ্গে সম্পর্কের কথা কখনওই গোপণ করেননি সুস্মিতা। তাই তো জন্মদিনের অনুষ্ঠানে ভালবাসার মানুষ যখন এক লক্ষের মোবাইল দিয়ে তাঁর সামনে ভালবাসার প্রকাশ করেন, খুশিতে উচ্ছ্বল হয়ে ওঠেন অপরাজিতা অপুর-সুস্মিতা।