কয়লা ভাইপো থেকে লেডি কিম, এমন শব্দবন্ধ বারবারই শোনা যায় বিরোধী দলনেতার মুখে। এই নিয়ে শিশু সুরক্ষা কমিশনের তরফে নোটিস পাঠানো হলে তা খারিজের জন্য হাইকোর্টে মামলা দায়ের করেন বিরোধী দলনেতা। কিন্তু কয়লা ভাইপো কে আর কে লেডি কিম, তা এবার স্পষ্ট জানতে চাইল হাইকোর্ট।