Union Budget 2023: ৭ লক্ষ পর্যন্ত আয়ে কর ছাড়

2023-02-01 108

মধ্যবিত্তের দিকে তাকিয়ে এবার বাজেটে জনমোহিনী ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এবার ৭ লক্ষ পর্যন্ত আয়ে কর ছাড়ের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমনন্ত্রী। ৫ লক্ষ থেকে ৭ লক্ষ পর্যযন্ত করছাড় ঘোষণা করা হয় এবারের বাজেটে।