তৃণমূলের কোনও আদিবাসী দরদ নেই: দেবলীনা হেমব্রম

2023-01-31 7

আদিবাসীদের জন্য তৃণমূল সরকার কিছু করছে না! আদিবাসীদের প্রতি কোনও দরদই নেই তৃণমূলের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে মন্ত্রী অখিল গিরির করা মন্তব্য টেনে তৃণমূল সরকারকে তোপ প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রমের। কলকাতায় সিপিএমের সভায় দেবলীনার বক্তব্য, “তৃণমূল দাবি করে, ওরা মহিলাদের জন্য কাজ করছে, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে। গর্ব করে বলে আদিবাসীদের জন্য কর্মসূচি নিয়েছে। যদি সত্যিই তাই করে থাকে, তৃণমূলের যদি সত্যিই আদিবাসী দরদ থাকত তাহলে একজন মন্ত্রী আদিবাসী রাষ্ট্রপতিকে নিয়ে এমন মন্তব্য করতে না।” বেশি দিন আগের ঘটনা নয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশে রাজ্যের মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্যে তোলপাড় হয়েছিল রাজ্য। বিতর্কের রেশ পৌঁছে ছিল দিল্লিতেও। মন্ত্রী পরে ক্ষমা চাইলেও কোনও রকম শাস্তিমূলক পদক্ষেপ তাঁর বিরুদ্ধে করেনি তৃণমূল। সেই প্রসঙ্গ টেনেই দেবলীনা হেমব্রম বলেন, “যে কোনও মহিলা যে কোনও দলের হতে পারেন। তার উপর তিনি রাষ্ট্রপতি। আমারা এবং আমাদের দল এই ধরনের মন্তব্যকে ঘৃণা করে।”

Free Traffic Exchange