গ্যালিফ স্ট্রিটের মতো শ্রীরামপুরেও এবার বসবে পশুপাখির হাট

2023-01-29 30

কলকাতার পর এবার পশুপাখির হাট শ্রীরামপুরেও। ডেনিস আমলে গঙ্গার সন্নিকটে যেখানে নিত্য সামগ্রীর পসরা বসত সেই নিশান ঘাটেই পশুপাখি এবং রঙিন মাছের বিকিকিনির হাট ফিরিয়ে আনল শ্রীরামপুর পুরসভা। হাট শুরুর প্রথম দিনেই ভাল সাড়া, খুশি গাছ বিক্রেতা সৌমেন সরকার। প্রাচীন শহরে ঐতিহ্য ফিরে আসায় খুশি শ্রীরামপুরের বাসিন্দা তিয়াশা মুখোপাধ্যায়। তবে হাটে বন্যপ্রাণ বিকিকিনির ক্ষেত্রে যেন আইনি বৈধতার বিষয়টিকে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয় সেদিকে নজর রাখছে পুরসভা।