জানেন কি ভারতে প্রকাশিত প্রথম পত্রিকার নাম কী? কে ছিলেন পত্রিকার সম্পাদক?

2023-01-29 31

পলাশির যুদ্ধের তিন দশক পর ১৭৮০ সালের ২৯ জানুয়ারি প্রকাশিত হয়েছিল ভারতের প্রথম পত্রিকা ‘বেঙ্গল গেজেট’। এই পত্রিকা পরিচিত ছিল ‘ক্যালকাটা জেনারেল অ্যাডভারটাইজার’ নামেও। আয়ারল্যান্ড থেকে কলকাতায় এসে ইংরেজি ভাষায় এই ট্যাবলয়েড প্রকাশ করেছিলেন জেমস অগাস্টাস হিকি।