পরিচালক সৃজিতের পছন্দের ব্যোমকেশ দেব?

2023-01-28 2

সৃজিত মুখোপাধ্যায় ব্যোমকেশ করছেন। এই খবর বেশ কিছু দিন ধরে শোনা গেলেও তাঁর ব্যোমকেশ কে করবেন? সে বিষয়ে পরিচালক কোনও মন্তব্য করেননি। শোনা যাচ্ছে সৃজিতের ব্যোমকেশ করবেন দেব। দেবের পক্ষ থেকে যদিও কোনও বক্তব্য পাওয়া যায়নি।