Saraswati Puja:অনুরাগের বাড়িতে প্রসাদ খেলেন তারকারা
2023-01-27
0
প্রত্যেক বছরের মত এবারও সরস্বতী পুজোর আয়োজন করেন অনুরাগ বসু। মুম্বইতে থেকেও প্রত্যেকবার সরস্বতী আরাধনায় মেতে ওঠেন বাঙালি এই চলচ্চিত্র পরিচালক। অনুরাগ বসুর বাড়ির পুজোর হাজির হন বলিউডের তাবড় তারকারা।