বেশ কিছুদিন ধরে রুশা চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়। অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, বিয়ের পর আর ক্যামেরার সামনে দেখা যাবে না \'তোমায় আমায় মিলে\' খ্যাত রুশাকে।